মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা-ছেলেসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনের পা বিচ্ছিন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকালে ওই উপজেলার পুর্ব এনায়েতনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ওই এলাকার মিরাজ খান, তার ছেলে নাজমুল খান ও প্রতিপক্ষের সাজ্জাদ তালুকদার। তাদের উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে।
জানা গেছে, পূর্ব এনায়েতনগরের মিরাজ খানের সঙ্গে একই এলাকার কাশেম তালুকদারের অধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে মিরাজ খানের ওপর হামলা করে কাশেম তালুকদারের লোকজন। এতে মিরাজ খানের পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে কাশেম তালুকদারের ছেলে সাজ্জাদ তালকদারকে কুপিয়ে গুরুতর আহত করে মিরাজের খানের লোকজন। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
কালকিনি থানার ওসি ইসতিয়াক আশফাক রাসেল জানান, মিরাজ খানের বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই পক্ষের মামলাই প্রক্রিয়াধীন।