গানটি লিখেছেন যৌথভাবে মফিজুল ইসলাম ও ফিরোজ প্লাবন কিবরিয়া। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কন্ঠশিল্পী ফিরোজ প্লাবন নিজেই।
গানটির ভিডিওতে কণ্ঠশিল্পীদের সাথে পতাকা হাতে অভিনয় করেছেন বিটিভির সিনিয়র সাংবাদিক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা জিহাদুর রহমান জিহাদ,বঙ্গবন্ধু মুখঅবয় খ্যাত ভাইরাল আরুকমুন্সী ও একুশে আগষ্টের গ্রেনেড হামলা মামলার বাদী ইঞ্জিনিয়ার বদর আজিজউদ্দিন।
গানটির দৃশ্যয়ণে নির্মাণাধীন দেশের উন্নয়নের মাইলফলক পদ্মাসেতুর চারিপাশ ও সেতুর উপরের অংশ দেখানো হয়েছে।পাশাপাশি গানটিতে দেশের উন্নয়নের বড়বড় প্রকল্পের দৃশ্যায়ন গানেগানে সংযোজন করা হয়েছে
খুব শীঘ্রই গানটি বাজনামাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
গানটি সম্পর্কে জানতে চাইলে বাজানা মাল্টিমিডিয়ার পরিচালক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী ফিরোজ প্লাবন কিবরিয়া বলেন,দেশের টাকায় পদ্মাসেতু বানায় শেখহাসিনা গানটি আমার এযাবৎকালের করা গানের মধ্যে শ্রেষ্ঠ একটি গান।কারন দেশের টাকায় পদ্মাসেতু নির্মাণ করছেন বঙ্গকন্যা জননেত্রী শেখহাসিনা, যা আমি বাঙালি হিসেবে আজ গর্বিত। বিশেষ করে গানটিতে আমার সাথে তিনগুনী মানুষ পতাকা হাতে পাশে ছিলেন এটা আমার কাছে বড় পাওয়া।আমি আমার অন্তরের অন্তস্তল থেকে প্রিয় সাংবাদিক জিহাদ ভাই, আরুক মুন্সি ও আজিজ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করছি গানটি সবার প্রশংসা কুড়াবে ইনশাআল্লাহ ।