দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে শূন্য রানে ফিরলেন বিরাট কোহলী। কেশব মহারাজের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেট দিয়ে বসেন তিনি। এক দিনের ক্রিকেটে ১৪ বার শূন্য রানে আউট হলেন কোহলী। এই তালিকায় টপকে গেলেন কপিল দেব এবং রাহুল দ্রাবিড়কে। তারা ১৩ বার শূন্য রানে আউট হয়েছিলেন।
শুক্রবার ভারতের হয়ে শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার শিখর ধাওয়ান এবং লোকেশ রাহুল। ৬৩ রানের মাথায় আউট হন ধওয়ন। তিনি ফিরতে ভারত তাকিয়ে ছিল কোহলীর দিকে। কিন্তু মাত্র পাঁচ বল খেলেই ফিরে গেলেন তিনি। এক দিনের ক্রিকেটে এই প্রথম কোনও স্পিনারের বলে শূন্য রানে আউট হলেন কোহলী।
ভারতের হয়ে এক দিনের ক্রিকেটে সব থেকে বেশি বার শূন্য রানে আউট হয়েছেন সচিন তেন্ডুলকর। মোট ২০ বার শূন্য রানে ফিরে যান তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায় ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন এক দিনের ক্রিকেটে।