বরিশাল জেলা প্রতিনিধি :
বরিশালের গৌরনদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বাইচখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব ইসলাম জানান, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে পটুয়াখালী যাচ্ছিলেন দুই ভাই। গৌরনদীর বাইচখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। লাশ উদ্ধার করে নিহতের স্বজনদের খবর পাঠানো হয়েছে।