★★আমি কি মানুষ ★★
ডাঃ মোঃ ফিরোজুল ইসলাম
আমি কি মানুষ ?
তবে কেন এতো বেশি খিদে পাই ।
শুধু খাই আর খাই
যতো পাই ততো খাই
যেন ততো বেশি খিদে পাই।।
তবে কি মানুষের
এতো বেশি খিদে পাওয়া চাই ?
ভাত খাই মাছ খাই
জল খাই ফল খাই
ফুল কুড়ি সেও খাই।
পান পাতা খাই
ছাইপাঁশ তাও খাই।
তবু যেন পেটে আরও চাই।।
তবে কি মানুষের
এতো বেশি খিদে পাওয়া চাই?
কাচ্চি কাবাব খাই
পোলাও মাংস খাই
বাসি পচা সেও খাই
স্বাদ বিস্বাদ নাই ।
ঘেন্না বিদ্বেষের যেন
পিন্ডি চটকাই।।
শুধু খাই আর খাই।।
তবে কি মানুষের
এতো বেশি খিদে পাওয়া চাই ?
হালুয়া রুটি খাই
মুন্ডু মিঠাই খাই
পান্তায় ঘী খাই
টক পাতে দই খাই
মিষ্টিতে নুন খাই।
বড়ো যে বেশি খিদে পাই।।
তবে কি মানুষের
এতো বেশি খিদে পাওয়া চাই ?
লাভ খাই লচখাই
সুদ খাই ঘুষ খাই।
হালাল হারাম নাই
ভাই হয়ে ভাই এর
পিন্ডি চিবিয়ে খাই।
তবুও খিদের যেন শেষ নাই।।
এমন পেটের বলিহারি চাই।
তবে কি মানুষের
এতো বেশি খিদে পাওয়া চাই ?
স্ট্যান্ডার চাঁদাবাজি
হোকনা যেটাই
আমি সব খেতে পারি
হাতে যদি পাই।
হাট বাজার খাই
রাস্তা ঘাট খাই।
ইট বালু পাথর খাই
রাস্তার কালো পিচ সেও খাই।।
কোন কিছুর বাচবিচার নাই
ন্যায়-নীতির পিন্ডি চিবিয়ে খায়।।
বড় যে রাক্ষসে খিদে পাই।
তবে কি মানুষের
এতো বেশি খিদে পাওয়া চাই ?
রিলিফ রেশন খায়
ভাতায় টাকা খাই।
গরীবের হক খাই
শ্রমিকের ঘাম খাই।
বিচারের নামে খাই
ক্ষমতার বলে খাই
দলের নাম ভাংয়ায় খাই।
মানুষ হয়ে মানুষের মুন্ডুচিবাই।
আমি কি মানুষ ?
তবে কি মানুষের
এতো বেশি খিদে পাওয়া চাই ?
কলা কৌশলে খায়
পারলে বাপের নামও
মুছে খাই ।।
যেন দেশটারেও বেচতে
পাল্লায় চরাই।
বিবেক মনুষ্যত্ব বলে
আমার নেই কোন ঠাই।।
আমি যে এতো রুচি
কোথা থেকে পাই।
তবে কি মানুষের
এতো বেশি খিদে পাওয়া চাই ?
আমি কি মানুষ ?
ছি ছি একথা ভাবতে আজ
নজেই নিজের কাছে বড়
লজ্জা পাই।
এই মানব রুপি দানব
পেটটাকে আজ
কোথায় যে লুকাই।।