আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সর্বদা আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর দলীয় পরিচয়ের আড়ালে কোনো অপরাধী কোনোদিন প্রশ্রয় পায়নি, আর কখনো পাবেও না।
শুক্রবার এক সংবাদ বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বরিশালের ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে জানিয়ে মন্ত্রী বলেন, বরিশালের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে বেশ কয়েকজনকে আসামি গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, বৈশ্বিক সংকট মহামারি করোনার মধ্যেও শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও সুদক্ষ পরিচালনার কারণে বাংলাদেশ তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। এমনকি পাকিস্তানি গণমাধ্যমেও শেখ হাসিনা সরকারের ভূয়সী প্রশংসা করা হচ্ছে। সে দেশের বিশেষজ্ঞগণ তাদের শাসকগোষ্ঠীকে বাংলাদেশ থেকে শিক্ষা গ্রহণের পরামর্শ দিয়েছেন বলে জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, বিএনপি সন্ত্রাসের মাধ্যমে দেশের জনগণকে শাসন করতে চেয়েছিল। বাংলাদেশকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের চারণভূমিতে পরিণত করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশ আজ বিশ্বের কাছে একটি শান্তি ও সম্প্রীতির জনপদে পরিণত হয়েছে এবং আগামীতে সন্তাস, মাদক, চাঁদাবাজি, নারী নির্যাতন, এসকল অপরাধী যে গুলো আছে ঝার দিয়ে ধরা হবে বলে জানান। বিএনপি মাঠে ঘাটে সাধারন মানুস কে উসকানি মূলক কথা বলে বিভ্রান্ত ছরাচ্ছে বলে আমাদের কাছে মেসেজ এসেছে সেই জন্য তাদের নাম িতালিকা করে আইনের আওতায় দ্রুত আনা হবে বলে জানান।