হাবিবুর রহমান (খুলনা সদর প্রতিনিধি)
/ ১৪৯
বার পঠিত
আপডেট :
শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ১০:৪৭ অপরাহ্ণ
অর্থের অভাবে বিকশিত হচ্ছে না কবি, সাহিত্যিক, শিক্ষানুরাগী, মহান ব্যক্তিত্ব বয়রা ডাক বিভাগীয় মাধ্যমিক বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক এফ এম হারুনুর রশিদের।তার ২০০২ সালে প্রথম কবিতার বই প্রকাশিত হয়।তাছাড়া তিনি বহু গল্প, ছোট গল্প,কবিতা লিখেছেন। বর্তমানে তাহার সংরক্ষণে আছে প্রায় ৪০০ কবিতা। অর্থের অভাবে এ বছর তার কোন বই প্রকাশ করতে পারিনি। অর্থের অভাবে থেমে যাচ্ছে এই শিক্ষানুরাগীর স্বপ্ন। সমাজের বিত্তবান এবং যথাযথ কর্তৃপক্ষের সহায়তায় পূরণ হতে পারে এই শৈল্পিক শিক্ষানুরাগীর সোনালী স্বপ্ন। শিক্ষক হিসেবে তিনি ছাএদের জন্য পথ প্রর্দশক।